তৃণমূলের সভা থেকে বাসের ছাদে চেপে ফেরার পথে তড়িদাহত হয়ে মৃত ১ ,জখম ২

26th March 2021 4:47 pm বাঁকুড়া
তৃণমূলের সভা থেকে বাসের ছাদে চেপে ফেরার পথে তড়িদাহত হয়ে মৃত ১ ,জখম ২


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক কিশোরের। আহত আরো দুই। মৃতের নাম হজরত মল্লিক। শুক্রবার দুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুরের মড়ার গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ২ ক্যাম্পের কাছের ঘটনা।

    খবরে প্রকাশ, বাঁকাদহ সংলগ্ন হুলমারা গ্রামের কিশোর হজরত মল্লিক আরো অনেকের সঙ্গে এদিন বিষ্ণুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে আসে। আর বাড়ি ফেরার পথে বাসের ছাদে উঠতে গিয়েই এই বিপত্তি। উচ্চতাক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারে লেগে শর্ট শার্কিটের জেরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত আরো দু'জন। তারা বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

  মৃতের খুড়তুতো দাদা মিন হাজ উদ্দিন মল্লিক বলেন, দলের লোকেরাই জোর করে তাদের সভায় নিয়ে এসেছিল। তারপর কিভাবে এদের বাসের ছাদে ওঠার অনুমতি তারা দিলেন সেনিয়ে প্রশ্ন তোলেন তিনি।

  এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ আহতদের চিকিৎসার ব্যবস্থা ও মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।